শিরোনাম:
বড়কুল পূর্ব ইউনিয়নে কৃষি জমির মাটি কাটায় ২জনকে ১৫ দিন করে জেল চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা স্পিড ব্রেকার স্থাপনের প্রতিশ্রুতিতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে অবরোধ প্রত্যাহার হাজীগঞ্জে ছেলে ও পুত্রবধুর মারধরে বাবার মৃত্যু হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভায় মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও মনিরুজ্জামান বাবলুকে সংবর্ধনা প্রদান সরকারি ভাতার কার্ডে বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে ৩৫০ টাকা করে নেওয়ার অভিযোগ মতলব উত্তরের হাজীপুর কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটি ঘোষণা মতলব উত্তরের মেঘনায় বিশেষ কম্বিং অপারেশনে বেহুন্দি জাল জব্দ মুদাফর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল হাজীগঞ্জে বিদ্যুস্পৃষ্টে উদ্যোক্তা যুবকের মৃত্যু

মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
ছবি-ত্রিনদী

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই দিন এই দুই উপজেলায় ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। যার ফলে তিনটি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত করবেন ১২ প্রার্থী। মতলব দক্ষিণে উপজেলা জামায়াত নেতা চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর কোন প্রতিদ্বন্দ্বি নেই।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।

নির্বাচন অফিসের দেয়া তথ্যে জানাগেছে, মতলব দক্ষিণ উপজেলায় ৪ জন চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ হলেও উপজেলা জামায়াতের আমির আবদুর রশিদ পাটওয়ারী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। যার ফলে এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার ও খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন।

একই উপজেলার ভাইস চেয়ারম্যান পদে মো. শাহ আলম খান ও মো. আসলাম মিয়াজী মনোনয়ন প্রত্যাহার করায় কোন প্রতিদ্বন্দ্বি নেই ভাই চেয়ারম্যান প্রার্থী মো. শওকত আলী বাদলের। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আক্তার প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বি হিসেবে আছেন নাজমা আক্তার আসমা ও সাহিনুর বেগম।

মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র দাখিল করেন। কোন প্রার্থী প্রত্যাহার না করায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মানিক ও জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তার হোসেন।

এছাড়ও মতলব উত্তর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩জন। প্রত্যাহার করেছেন সামিয়া আহমদ মৃধ। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিয়াজুল হাসান ও মোহাম্মদ আসাদুজ্জামান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র দাখিল করেন। তিনি হলেন লাভলী চৌধুরী। তার কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রইল না। লাভলী চৌধুরী হলেন চাঁদপুর-২ আসনের সাংসদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ভাতিজার স্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১