অদৃষ্ট জয়ে তালা পেয়ে আকবর হোসেন মনিরের মোটর শোভাযাত্রা

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : সোমবার, ১৩ মে, ২০২৪

নুরুল ইসলাম ফরহাদ :

অদৃষ্ট জয় দিয়ে শুরু আকবর হোসেন মনিরের। লটারির মাধ্যমে তালা মার্কা পেয়ে মোটর শোভাযাত্রা করেছেন তিনি। ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আকবর হোসেন মনির ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী। তিনি তালা মার্কা প্রতীক নিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন।

১৩ মে সোমবার ছিলো প্রতীক বরাদ্ধের দিন। চাঁদপুর জেলা নির্বাচন অফিস থেকে সকাল সকালই প্রতীক বরাদ্ধ হয়ে যায়। ফরিদগঞ্জ উপজেলার সকল প্রার্থী একক পছন্দের প্রতীক চাওয়াতে কারোরেই সমস্যা হয়নি। সবাই সবার পছন্দের প্রতীক পেয়েছেন, কোনো সমস্যা ছাড়াই। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী তালা প্রতীক চেয়ে বসেন। এদের মধ্যে একজন কামরুজ্জামান সবুজ, অপরজন আকবর হোসেন মনির।

বাধ্য হয়ে কতৃপক্ষ লটারীর ধারস্থ হতে হয়েছে। শেষ পর্যন্ত বিজয়ী হন আকবর হোসেন মনির। অদৃষ্ট জয়ে খুশি হয়ে জোরে শোরে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। শতাধিক মোটর সাইকেলে দুই শতাধিক কর্মী নিয়ে তিনি চাঁদপুর থেকে ফরিদগঞ্জে আসেন এবং উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় তার সাথে ছিলেন- জেলা পরিষদের সাবেক সদস্য, ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ, ফরিদগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম সোহেল, যুবলীগ নেতা ফিরোজসহ অসংখ্য নেতা কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭