ঢাকা 6:49 pm, Monday, 27 October 2025

চাঁদপুর সদর ও মতলব উত্তরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 08:37:55 pm, Wednesday, 22 May 2024
  • 38 Time View

চাঁদপুর শহরের পুরাণ বাজার কৃষি ব্যাংক থেকে রাশেদ হোসেন (২২) নামে নৈশ প্রহরী ও মতলব উত্তর উপজেলার গজরা বাজার থেকে লিটন চক্রবর্তী (৩৫) নামে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) সকালে শহরের পুরাণ বাজার ও বিকেলে মতলব উত্তর থেকে পৃথক ঘটনায় পুলিশ এসব মরদেহ উদ্ধার করে।

রাশেদ জেলার হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুর রবের ছেলে। লিটন চক্রবর্তী মতলব উত্তর উপজেলার গজরা গ্রামের মৃত হারু চক্রবর্তীর ছেলে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাশেদ হোসেন চাঁদপুর সরকারি কলেজে অনার্স (সম্মান) শ্রেনীতে পড়তেন এবং রাতে কৃষি ব্যাংক পুরাণ বাজার শাখার নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন। অপরদিকে লিটন চক্রবর্তী গজড়া বাজারে আভা টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, রাশেদ হোসেন মৃত্যুর পূর্বে কাগজে একটি চিরকুট লিখে রেখেগেছেন। সেখানে তারা বাবাকে উদ্দেশ্যে করে লিখেছেন ‘তোমার সম্পত্তির ভাগ নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার কাছ থেকে লোকজন ১হাজার ৬শ’ টাকা পাবে, সে টাকা পরিশোধ করবে এবং আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এই নিয়ে কোন জটিলতা করবে না।’

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি বলেন, সকালে বাড়ি থেকে লিটন চক্রবর্তী ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। দুপুরে বাড়িতে খেতে না যাওয়ায় পরিবারের লোকজন দোকানে এসে মরদেহ দেখতে পান। তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-র কনভোকেশনে ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমানের পিএইচডি ডিগ্রি অর্জন

চাঁদপুর সদর ও মতলব উত্তরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার

Update Time : 08:37:55 pm, Wednesday, 22 May 2024

চাঁদপুর শহরের পুরাণ বাজার কৃষি ব্যাংক থেকে রাশেদ হোসেন (২২) নামে নৈশ প্রহরী ও মতলব উত্তর উপজেলার গজরা বাজার থেকে লিটন চক্রবর্তী (৩৫) নামে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) সকালে শহরের পুরাণ বাজার ও বিকেলে মতলব উত্তর থেকে পৃথক ঘটনায় পুলিশ এসব মরদেহ উদ্ধার করে।

রাশেদ জেলার হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুর রবের ছেলে। লিটন চক্রবর্তী মতলব উত্তর উপজেলার গজরা গ্রামের মৃত হারু চক্রবর্তীর ছেলে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাশেদ হোসেন চাঁদপুর সরকারি কলেজে অনার্স (সম্মান) শ্রেনীতে পড়তেন এবং রাতে কৃষি ব্যাংক পুরাণ বাজার শাখার নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন। অপরদিকে লিটন চক্রবর্তী গজড়া বাজারে আভা টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, রাশেদ হোসেন মৃত্যুর পূর্বে কাগজে একটি চিরকুট লিখে রেখেগেছেন। সেখানে তারা বাবাকে উদ্দেশ্যে করে লিখেছেন ‘তোমার সম্পত্তির ভাগ নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার কাছ থেকে লোকজন ১হাজার ৬শ’ টাকা পাবে, সে টাকা পরিশোধ করবে এবং আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এই নিয়ে কোন জটিলতা করবে না।’

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি বলেন, সকালে বাড়ি থেকে লিটন চক্রবর্তী ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। দুপুরে বাড়িতে খেতে না যাওয়ায় পরিবারের লোকজন দোকানে এসে মরদেহ দেখতে পান। তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।