ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিরাট কোহলির পর এবার অধিনায়ক রোহিত শর্মার বিদায়

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৬৯ Time View

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন রোহিত।

এর আগে একই দিনে বিশ্বকাপ জয়ের ঠিক পরই এই সংস্করণ থেকে অবসর নেন বিরাট কোহলি। এই দুজনের বিদায়ে টি-টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেটে একটা অধ্যায়েরই যেন সমাপ্তি হলো।

সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণায় রোহিত বলেছেন, ‘এটা আমারও শেষ টি-টোয়েন্টি ছিল। এই সংস্করণ থেকে বিদায় নেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই সংস্করণ দিয়েই ভারতের হয়ে খেলা শুরু করেছিলাম। এটাই চেয়েছিলাম, ট্রফিটা জিততে চেয়েছিলাম।’

রোহিত যেভাবে এই সংস্করণ ছেড়েছেন, তা নিয়ে গর্ব করতেই পারেন। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা রোহিত এই সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক (৪২৩১)। এই সংস্করণে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরিও করেছেন রোহিত।

রোহিত-কোহলির টি-টোয়েন্টি থেকে অবসর ভারতীয় ক্রিকেটে মোটেই চমক নয়। কারণ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ সালে ভারতের হয়ে এই সংস্করণে কোনো ম্যাচই খেলেননি তাঁরা দুজন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই এই দুজনকে দলে ফিরিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। যে কারণে ফিরেছিলেন, সেই কাজও হয়েছে—দলকে একটি বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েছেন তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

১০ম গ্রেডসহ ৫ দফা দাবী বাস্তবায়নে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান

বিরাট কোহলির পর এবার অধিনায়ক রোহিত শর্মার বিদায়

Update Time : ১২:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন রোহিত।

এর আগে একই দিনে বিশ্বকাপ জয়ের ঠিক পরই এই সংস্করণ থেকে অবসর নেন বিরাট কোহলি। এই দুজনের বিদায়ে টি-টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেটে একটা অধ্যায়েরই যেন সমাপ্তি হলো।

সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণায় রোহিত বলেছেন, ‘এটা আমারও শেষ টি-টোয়েন্টি ছিল। এই সংস্করণ থেকে বিদায় নেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই সংস্করণ দিয়েই ভারতের হয়ে খেলা শুরু করেছিলাম। এটাই চেয়েছিলাম, ট্রফিটা জিততে চেয়েছিলাম।’

রোহিত যেভাবে এই সংস্করণ ছেড়েছেন, তা নিয়ে গর্ব করতেই পারেন। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা রোহিত এই সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক (৪২৩১)। এই সংস্করণে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরিও করেছেন রোহিত।

রোহিত-কোহলির টি-টোয়েন্টি থেকে অবসর ভারতীয় ক্রিকেটে মোটেই চমক নয়। কারণ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ সালে ভারতের হয়ে এই সংস্করণে কোনো ম্যাচই খেলেননি তাঁরা দুজন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই এই দুজনকে দলে ফিরিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। যে কারণে ফিরেছিলেন, সেই কাজও হয়েছে—দলকে একটি বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েছেন তাঁরা।