• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার পরকীয়া প্রেম, স্বামীর অভিযোগের ভিত্তিতে পরকীয়া প্রেমিক আটক পাকিস্তানের পাল্টা হামলায় কেঁপে উঠলো ভারত চাঁদপুরের ফরিদগঞ্জে ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ফরিদগঞ্জে পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু হাজীগঞ্জে মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন হাজীগঞ্জে সাবেক কাউন্সিলর বাদলকে নাজেহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন ভারতের অভিযানে জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত ভ্রাম্যমান আদালতের অভিযানে শাহরাস্তিতে ৩টি ডায়াগণস্টিক সেন্টারকে জরিমানা শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত হাইমচরে শিশু ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী আটক

আপন স্পোকেন ইংলিশ আই.ই.এল.টি.এস সেন্টারের ঈদ পুনর্মিলনী ও দেশীয় ফল উৎসব

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
ছবি-ত্রিনদী

আপন স্পোকেন ইংলিশ আই.ই.এল.টি.এস সেন্টারের ঈদ পুনর্মিলনী ও দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই শনিবার বিকেলে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে আপন সেন্টারে‌ এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না।

আপন স্পোকেন ইংলিশ আই.ই.এল.টি.এস সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. রাশেদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আপনের উপদেষ্টা এডভোকেট আব্দুল্লা আল ফারুক, রোটারিয়ান মাসুদ হাসান, আপনের সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আলম চৌধুরী, আপনের সহ-সভাপতি রোটারিয়ান আশ্রাফুল আরিফ, সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, যুগ্ম সস্পাদক সিত্তূল মুনা চৈতী, সহ-সাংগঠনিক সম্পাদক সিগমা আহসান কনক।

আপন স্পোকেন ইংলিশ আই.ই.এল.টি.এস সেন্টারের মেন্টর আলাউদ্দিন পাটওয়ারীর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মেন্টর ওয়ালী উল্লাহ, সামিয়া আক্তার, পারভীন আক্তার, লাবনী অধিকারী লিন্ডা।

প্রধান অতিথির বক্তব্যে, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আজকের এই অনুষ্ঠানটি আমার কাছে ভালো লেগেছে। ‌ আমাদের ছোট্ট সোনামণিদেরকে দেশীয় ফলের সাথে পরিচয় করে দেওয়ার এই উদ্যোগটি প্রশংসনীয়। ‌ এজন্য আমি আজওকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমাদের নতুন প্রজন্মকে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা টিকে থাকার জন্য শুদ্ধভাবে মাতৃভাষার চর্চার পাশাপাশি আন্তর্জাতিক ভাষায়ও দক্ষ করে গড়ে তুলতে হবে। আমাদের সন্তানরা মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষ না হলে ভবিষ্যতে অনেক পিছিয়ে পড়বে। এ ক্ষেত্র আপন স্পোকেনের কার্যক্রম প্রশংসার দাবি রাখে। আমরা এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশন করেন কিডস স্পোকেন ক্লাবের শিশু শিক্ষার্থীরা। এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। সবশেষ খুদে শিক্ষার্থীদের ফুলের ফুলের শুভেচ্ছা বরণ কারা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১