হাজীগঞ্জে উপজেলার ৫নং সদর ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাসেম এর বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৩ অক্টোবর সন্ধ্যায় বিএনপি নেতা-কর্মীরা হামলা চালায়।
মো. আবুল কাসেম চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের প্রয়াত আওয়ামীলীগ নেতা, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম এর ছেলে।
হামলা, ভাংচুর, লুটপাট ও আগুন দেয়ার পর থেকে মো. আবুল কাসেম এর পরিবারের অন্যান্য সদস্যরা প্রাণ ভয়ে আত্মগোপনে রয়েছে।
গত ৪ আগস্ট হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামে আজাদ সরকার নামক এক ব্যক্তিকে হত্যা করে দূর্বৃত্তরা। ওই মামলায় ৭ নম্বর আসামী করা হয়েছে হাজীগঞ্জ উপজেলা ৫ নং সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাসেমকে মুলত রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে মামলার আসামী করা হয়েছে।
নিহতের ছেলে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেল বাদী হয়ে বুধবার (১৪ আগস্ট) হাজীগঞ্জ থানায় মামলা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাসেম এর বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিষয়টি রাজনৈতিক। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেসে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।