নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলার শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. মোশারফ হোসেন লিটন।
বাংলাদেশ শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলার শাখার সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মোশারফ হোসেন লিটন বলেন, নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রিয় নির্দেশনা মোতাবেক বিগত দিনের সকল অসঙ্গতি ও বৈষম্য দূর করে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির চাঁদপুর জেলা সভাপতি মো. শহিদ উল্যাহ্ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহআলম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সাইফুল ইসলাম, জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আল শাহীন,
উপজেলা সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়ার সঞ্চালনায় উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোহাম্মদ ইছমাঈল হোসেন সর্দার, মো. দেলোয়ার হোসেন, শাহপরান মজুমদার, আব্দুল হক, হাবিবুর রহমান, মো. রফিকুল্লাহ মিয়া, কার্যকরি সদস্য মো. শাহাদাত হোসেন, মনির উদ্দিন, মো. ছিদ্দিকুর রহমান প্রমুখ।
বক্তব্যের শেষে প্রধান অতিথি মো. মোশারফ হোসেন লিটন বাংলাদেশ শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলার শাখার নব-নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণার মাধ্যমে পরিচয় করিয়ে দেন। এসময় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।