মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে সোমবার (৯ ডিসেম্বর) সকালে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
এদিন বেলা ১১টার দিকে পৌরসভা চত্ত্বর থেকে র্যালিটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের উপস্থাপনায় র্যালি ও আলোচনা সভায় পৌর প্রশাসকের সহায়ক ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর প্রশাসকের সহায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় সহকারী প্রকৌশলী মো. মাহবুবর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, হিসাবরক্ষক মো. হাবিব উল্যাহ ভুইয়া, লাইসেন্স পরিদর্শক মো. আলমগীর হোসেন, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন, কর আদায়কারী মো. রফিকুল ইসলাম, টিকাদান সুপারভাইজার ফেরদৌসি আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।