নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। এরপর কলেজ হলরুমে আলোচনা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রভাষক মো. ইমাম হোসাইন, সিনিয়র শিক্ষক মঈনুল হোসেন, মহিন উদ্দিন, আসমা বেগম, রিনা চৌধুরী ও শিহাবুল সালেকী, শিক্ষার্থী আসফাক মজুমদার নাবিল, আল যুবায়ের, রবিউল ইসলাম সানী, লিমা আক্তার, আরেফীন আক্তার। সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম।
এদিন সকালে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দেশের সকল শহীদদের মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মাও. মো. গিয়াস উদ্দিন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী ইনসানা আক্তার ও গীতা থেকে পাঠ করেন, সিনিয়র শিক্ষক তপু রায়। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।