ঢাকা 7:20 pm, Wednesday, 23 July 2025

হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : 11:41:20 pm, Monday, 16 December 2024
  • 9 Time View

মোহাম্মদ হাবীব উল্যাহ্:

হাজীগঞ্জ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর নাসিরকোট শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থলে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

এরপর সমাধিস্থলে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিল্পকলা একাডেমি, সাব রেজিস্ট্রার অফিস, ফায়ার সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিটিআই, ডিপ্লোমা কৃষিবীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন লোকজন পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ১০টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে স্বাধীনতা যুদ্ধের বীরমুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধণা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার পাশাপাশি দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পন্য প্রদর্শন এবং মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় স্ব-স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। উপজেলা চত্ত্বরে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন করা এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মহান বিজয় উপলক্ষে গত ১৫ ডিসেম্বর উপজেলা পরিষদ, থানা ও পৌরসভাসহ বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান আলোকসজ্জা ও গত ১২ ডিসেম্বর শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত সরকার যেন অন্য কিছু চিন্তা না করে : সারজিস

হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Update Time : 11:41:20 pm, Monday, 16 December 2024

মোহাম্মদ হাবীব উল্যাহ্:

হাজীগঞ্জ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর নাসিরকোট শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থলে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

এরপর সমাধিস্থলে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিল্পকলা একাডেমি, সাব রেজিস্ট্রার অফিস, ফায়ার সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিটিআই, ডিপ্লোমা কৃষিবীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন লোকজন পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ১০টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে স্বাধীনতা যুদ্ধের বীরমুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধণা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার পাশাপাশি দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পন্য প্রদর্শন এবং মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় স্ব-স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। উপজেলা চত্ত্বরে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন করা এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মহান বিজয় উপলক্ষে গত ১৫ ডিসেম্বর উপজেলা পরিষদ, থানা ও পৌরসভাসহ বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান আলোকসজ্জা ও গত ১২ ডিসেম্বর শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান