ঢাকা 9:18 am, Thursday, 3 July 2025

হাজীগঞ্জে প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের উদ্যোগে বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 10:51:54 pm, Tuesday, 17 December 2024
  • 15 Time View

শাখাওয়াত হোসেন শামীম:
মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ। তিনি খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং এ ধরনের আয়োজনকে তরুণদের ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহী করে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।

হাজীগঞ্জ উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের সভাপতি এমদাদ মজুমদার এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান দুলাল বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে স্মৃতিচারণ করেন। তারা বলেন, “এই ধরনের উদ্যোগ প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করবে এবং ক্রীড়াক্ষেত্রে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মোঃ মামুন রশিদ স্বপন, ক্রীড়া সম্পাদক ওয়ালিউদ্দিন খোকা,সদস্য মোঃ শাহজাহান তালুকদার,আবুল খায়ের মৃধা।

এ সময় হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাশেম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান জাহিদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হাই মানিক মজুমদার, অর্থ সম্পাদক কাজী মনির হোসেন, সদস্য মোঃ আকবর কাজী, তাজুল ইসলাম তালুকদার, জহিরুল ইসলাম, মোঃ ইউসুফ আলী, মোঃ নজরুল ইসলাম অভি, জামান হোসেন মিজি ২, মোঃ মনির ভুইয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ইমাম হোসেন চিন্টু, মোঃ জাকির, সফিকুর রহমান, পলাশ ভূঁইয়া, আনোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম আজাদ, মানিক চন্দ্র দাস, আবু বক্কর সিদ্দিক, হুমায়ুন কবির, আব্দুল মমিন কাজী, জাহাঙ্গীর স্যার, জাহাঙ্গীর ছোট, আবুল কাশেম, শাহনেওয়াজ তালুকদার, আনোয়ার হোসেন মিয়াজী, কাজী আলী আকবর, আবু শহীদ গাজী, আবুল কাশেম ,মোঃ হুমায়ুন কবির সরদারসহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজয় দিবসের স্মৃতিচারণ ও প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিজয়ী এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে প্রতিবছর ধরে রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজাদ সরকারকে হত্যার ঘটনায় প্রধান আসামী কাজী মিঠু আটক

হাজীগঞ্জে প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের উদ্যোগে বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Update Time : 10:51:54 pm, Tuesday, 17 December 2024

শাখাওয়াত হোসেন শামীম:
মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ। তিনি খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং এ ধরনের আয়োজনকে তরুণদের ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহী করে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।

হাজীগঞ্জ উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের সভাপতি এমদাদ মজুমদার এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান দুলাল বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে স্মৃতিচারণ করেন। তারা বলেন, “এই ধরনের উদ্যোগ প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করবে এবং ক্রীড়াক্ষেত্রে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মোঃ মামুন রশিদ স্বপন, ক্রীড়া সম্পাদক ওয়ালিউদ্দিন খোকা,সদস্য মোঃ শাহজাহান তালুকদার,আবুল খায়ের মৃধা।

এ সময় হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাশেম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান জাহিদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হাই মানিক মজুমদার, অর্থ সম্পাদক কাজী মনির হোসেন, সদস্য মোঃ আকবর কাজী, তাজুল ইসলাম তালুকদার, জহিরুল ইসলাম, মোঃ ইউসুফ আলী, মোঃ নজরুল ইসলাম অভি, জামান হোসেন মিজি ২, মোঃ মনির ভুইয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ইমাম হোসেন চিন্টু, মোঃ জাকির, সফিকুর রহমান, পলাশ ভূঁইয়া, আনোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম আজাদ, মানিক চন্দ্র দাস, আবু বক্কর সিদ্দিক, হুমায়ুন কবির, আব্দুল মমিন কাজী, জাহাঙ্গীর স্যার, জাহাঙ্গীর ছোট, আবুল কাশেম, শাহনেওয়াজ তালুকদার, আনোয়ার হোসেন মিয়াজী, কাজী আলী আকবর, আবু শহীদ গাজী, আবুল কাশেম ,মোঃ হুমায়ুন কবির সরদারসহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজয় দিবসের স্মৃতিচারণ ও প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিজয়ী এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে প্রতিবছর ধরে রাখার আহ্বান জানান।