ফরিদগঞ্জ প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী মহান বিজয় দিবস উদযাপন করেন। শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, বনার্ঢ্য র্যালী, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে ব্যস্ত সময় পার করেন বিএনপির এই জনপ্রিয় (ফরিদগঞ্জে) নেতা।
১৬ ডিসেম্বর রাত বারোটার পর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল মতিনসহ শত শত নেতাকর্মী। এর আগে ১৫ ডিসেম্বর রাতে সাহাপুর গ্রামে গ্রামিণ পিঠা উৎসবে অংশগ্রহণ করেন। ১৬ ডিসেম্বর সকালে পৌরসভার বিভিন্ন সমাজিক অনুষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিকাল সাড়ে তিনটায় ফরিদগঞ্জ সদরে শত শত মানুষের উপস্থিতিতে বনার্ঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আইফা মিলনায়তনে এসে শেষ হয়। র্যালী পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা হয়। সাবেক পৌর বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন সোহেল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন টেলু, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান গাজী, মো. আমির হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. মনজুর হোসেন, মো. নকিব চৌধুরী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, মো. ফারুক হোসেন রনি, আরিফ তফদার, আরিফ রাড়ি, পৌর যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক এমরান তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমরান হোসেন স্বপন, জিয়া উদ্দিন জিয়া, বালিথুবা পূর্ব ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল হোসেন, সুবিদপুর পূর্ব ইউনিয়নের যুগ্ম আহবায়ক মো. হাফিজ হোসেন, রাশেল সর্দার, ছাত্রদলের সাবেক সভাপতি অনিক হাছান মাছুম, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ মো. রোকন, পাইকপাড়া উ. ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক রুবেল, যুবদল নেতা মো. মাহফুজ, আনোয়ার গাজী, সুমন মোল্লা, হাবিব মেম্বার, সবুজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম সুমন, ইসমাইল হোসেন বাবু, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি মো. পারভেজ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াসিন মিজি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউছার মিজি, শরীফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।