বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হকের হাতকে শক্তিশালী ও সাংগঠনিক কার্যক্রম গতিশীলতার লক্ষ্যে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে শনিবার (২১ ডিসেম্বর) সকালে ইউনিয়নের এন্নাতলী গ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ হাসান মিয়াজী।
এ সময় নেতাকর্মীদের উদ্দ্যেশে দিক-নির্দেশনামূলক বক্তব্যে রাখেন মোহাম্মদ হাসান মিয়াজী। তিনি বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হলে দলীয় নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সবাইকে নিজ স্বার্থের উর্ধ্বে ওঠে এবং দলীয় চেইন অব কমান্ড মেনে ইঞ্জি. মমিনুল হকের নেতৃত্বে এক ও ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মসূচী বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, বড়কুল পূর্ব ইউনিয়ন ইঞ্জি. মমিনুল হকের ইউনিয়ন। এই ইউনিয়নকে রাজনীতির জন্য একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে। যাতে করে অন্যদের সামনে আমরা অনুকরণীয় ও অনুস্মরণীয় হয়ে থাকতে পারি। সেজন্য সবাইকে যার যার অবস্থান থেকে দৃষ্টান্তমূলক কাজ করতে হবে এবং কাজ করে দেখাতে হবে। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। সৃ-শৃঙ্খল ও কল্যাণমূলক কাজে আমার সহযোগিতা আছে এবং থাকবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিতির মতামতকে প্রাধান্য দিয়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে সভ্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যাতে করে আগামি সাংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার লক্ষ্যে ইঞ্জি. মমিনুল হকের হাতকে শক্তিশালী করা যায়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী মিঠুর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আতিকুর রহমান পাটওয়ারী, সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেন মিলন, বিএনপি নেতা আব্দুল মালেক, নূর ইসলাম, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির, যুবনেতা অমিত হাসান মানিক, নয়ন পাটওয়ারী, রহমত উল্যাহ, ফয়েজ আহমেদ মামুন, আবু ইউসুফ, এসএম সবুজ ও ইকবাল বেপারী।
এসময় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন দিনু প্রমুখ। এসময় অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমানসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।