শিরোনাম:
জুময়ার খুৎবায় সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান : ইমামকে চাকুরিচ্যুত করার চেষ্টার অভিযোগ! র‌্যাবের অভিযানে ১১৯ কেজি গাঁজা’সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জ-শাহরাস্তি-কচুয়ায় ডাকাত আতঙ্ক নির্ঘুম রাত চাঁদপুর সদরের চান্দ্রায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গর্ভবতী শাশুড়ি’কে বিয়ে করে লজ্জার হাত থেকে বাঁচলেন জামাই হাজীগঞ্জে সোনালী ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত ম্যানেজার আমিনুল ইসলামকে সংবর্ধনা প্রদান শাহরাস্তিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন কাকরাইল মসজিদে সাদপন্থীদের সকর কার্যক্রম বন্ধ টোরাগড়-বড়কুল সেতু লাগোয়া:হাজীগঞ্জে সরকারি জায়গা দখল করে দোকানঘর ও দেয়াল নির্মাণ! হাজীগঞ্জে সাইকেল থেকে পড়ে কিশোরের মৃত্যু

হাজীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
মো. হারুন অর রশিদ জুলহাস

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. হারুন অর রশিদ জুলহাস (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের স’মিল সংলগ্ন এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া যুবক জুলহাস চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি গ্রামের খাঁন বাড়ির মৃত আব্দুল জলিল খাঁনের ছেলে।

প্রত্যক্ষদর্শী শরীফ হোসেনসহ স্থানীয়রা সংবাদকর্মীদের জানান, বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে ছুটে যান। এ সময় তারা দেখেন একজন মোটরসাইকেল (চাঁদপুর-ল ১১-৫৬২৬) আরোহী সড়কে পড়ে আছেন এবং ঘটনাস্থল থেকে একটি বোগদাদ বাস (ঢাকা মেট্টো- ব ৭৩৭৯) হাজীগঞ্জের দিকে যাচ্ছে। তাৎখনিক স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি জানান, খবর পেয়ে হাজীগঞ্জের সংবাদকর্মীরা ঘটনাস্থল ও চাঁদপুরের সংবাদকর্মীরা চাঁদপুর সদর হাসাতাপালে ছুটে যান এবং নিহত যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে তাঁর পরিচয় পাওয়া যায়।

জানা গেছে, জুলহাস তাঁর মৃত ভগ্নিপতি টিটুর মালিকানাধীন হাজীগঞ্জ বাজারস্থ দি চিটাগাং বেকারী পরিচালনা এবং বোন-ভাগিনাদের দেখাশুনা করতেন। এদিন (সোমাবার) তিনি সন্ধ্যা ৭টার দিকে হাজীগঞ্জ থেকে নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি যাওয়ার পথে তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বোগদাদ পরিবহনের একটি বাস। এসময় তিনি গুরুতর আহত হন এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে হাজীগঞ্জের একজন ব্যবসায়ী মো. সোহেল জানান, ফেসবুকে ছবি দেখে তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা খবর পেয়ে চাঁদপুর সদর হাসপাতালে রওনা দিয়েছেন বলে জানতে পেরেছি।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে এবং নিহত যুবকের মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে আমাদের অফিসারসহ সঙ্গীয় ফোর্স রয়েছেন। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১