চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. হারুন অর রশিদ জুলহাস (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের স’মিল সংলগ্ন এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া যুবক জুলহাস চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি গ্রামের খাঁন বাড়ির মৃত আব্দুল জলিল খাঁনের ছেলে।
প্রত্যক্ষদর্শী শরীফ হোসেনসহ স্থানীয়রা সংবাদকর্মীদের জানান, বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে ছুটে যান। এ সময় তারা দেখেন একজন মোটরসাইকেল (চাঁদপুর-ল ১১-৫৬২৬) আরোহী সড়কে পড়ে আছেন এবং ঘটনাস্থল থেকে একটি বোগদাদ বাস (ঢাকা মেট্টো- ব ৭৩৭৯) হাজীগঞ্জের দিকে যাচ্ছে। তাৎখনিক স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি জানান, খবর পেয়ে হাজীগঞ্জের সংবাদকর্মীরা ঘটনাস্থল ও চাঁদপুরের সংবাদকর্মীরা চাঁদপুর সদর হাসাতাপালে ছুটে যান এবং নিহত যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে তাঁর পরিচয় পাওয়া যায়।
জানা গেছে, জুলহাস তাঁর মৃত ভগ্নিপতি টিটুর মালিকানাধীন হাজীগঞ্জ বাজারস্থ দি চিটাগাং বেকারী পরিচালনা এবং বোন-ভাগিনাদের দেখাশুনা করতেন। এদিন (সোমাবার) তিনি সন্ধ্যা ৭টার দিকে হাজীগঞ্জ থেকে নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি যাওয়ার পথে তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বোগদাদ পরিবহনের একটি বাস। এসময় তিনি গুরুতর আহত হন এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে হাজীগঞ্জের একজন ব্যবসায়ী মো. সোহেল জানান, ফেসবুকে ছবি দেখে তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা খবর পেয়ে চাঁদপুর সদর হাসপাতালে রওনা দিয়েছেন বলে জানতে পেরেছি।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে এবং নিহত যুবকের মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে আমাদের অফিসারসহ সঙ্গীয় ফোর্স রয়েছেন। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।