শিরোনাম:
অশ্লিল ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি, অপহরণকারী নারী সদস্য গ্রেপ্তার শাহারাস্তিতে বেলুন উড়িয়ে তারুণ্যের উৎসবের উদ্বোধন হাজীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাজীগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি চাঁদপুরে জেলা বিএনপি সভাপতিসহ ৫৯ জনকে মামলা থেকে অব্যাহতি বড়কুল রামকানাই উবি’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ মাসব্যাপী তারুণ্যের উদযাপনে উৎসব পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান, ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ প্রদান মতলব উত্তরে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হওয়ার ১০ মাস পর এক গৃহবধূর মৃত্যু

হাজীগঞ্জে চোরাই মালামালসহ দূর্ধর্ষ চোর রিয়াদ আটক

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

হাজীগঞ্জে চোরাই মালামালসহ চিহিৃত চোর মো. রিয়াদ হোসেনকে (২২) আটক করেছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়। সে বড়কুল পশ্চিম ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মজুমদার বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, ওই বাড়ির প্রবাসী আজাদ মজুমদারের বসতঘরে চুরির ঘটনায় গত শনিবার (২৮ ডিসেম্বর) হাজীগঞ্জ থানায় একটি মামলা (নং- ২৬) দায়ের করা হয়। ওই মামলার সন্দেহভাজন হিসেবে এলাকার চিহিৃত চোর রিয়াদ হোসেনকে আটক করেন, মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ছায়েম।

এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় রিয়াদ হোসেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চুরিকৃত মালামালের একটি অংশ উদ্ধার করে পুলিশ। যার মধ্যে একটি পানির পাম্প, বক্স সহ একটি বৈদ্যুতিক ডিল মেশিন, তিনটি প্লাস, একটি স্ক্রু ড্রাইভার, দুটি বৈদ্যুতিক টিউবলাইট, একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম এর ভিতর রক্ষিত ১৫ কেজি চাউল ও তেলসহ দুইটি পাঁচ লিটারের সরিষার তেলের বোতল।

এছাড়াও তার কাছ থেকে নিবন্ধন ও কাগজপত্রহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই মোটরসাইকেলে বিষয়ে রিয়াদ হোসেন সদুত্তর দিতে পারেনি। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানান, রিয়াদ হোসেন এলাকার চিহিৃত চোর। তাকে আটকের ঘটনায় কিছুদিনের জন্য এলাকার মানুষের মাঝে স্বস্তি নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, রিয়াদ হোসেন এলাকার চিহিৃত চোর হিসেবে পরিচিত। তাকে সন্ধিগ্ধ আসামী হিসেবে আটক এবং তার স্বীকারোক্তি অনুযায়ী চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১