হাজীগঞ্জে চোরাই মালামালসহ চিহিৃত চোর মো. রিয়াদ হোসেনকে (২২) আটক করেছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়। সে বড়কুল পশ্চিম ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মজুমদার বাড়ির জামাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, ওই বাড়ির প্রবাসী আজাদ মজুমদারের বসতঘরে চুরির ঘটনায় গত শনিবার (২৮ ডিসেম্বর) হাজীগঞ্জ থানায় একটি মামলা (নং- ২৬) দায়ের করা হয়। ওই মামলার সন্দেহভাজন হিসেবে এলাকার চিহিৃত চোর রিয়াদ হোসেনকে আটক করেন, মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ছায়েম।
এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় রিয়াদ হোসেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চুরিকৃত মালামালের একটি অংশ উদ্ধার করে পুলিশ। যার মধ্যে একটি পানির পাম্প, বক্স সহ একটি বৈদ্যুতিক ডিল মেশিন, তিনটি প্লাস, একটি স্ক্রু ড্রাইভার, দুটি বৈদ্যুতিক টিউবলাইট, একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম এর ভিতর রক্ষিত ১৫ কেজি চাউল ও তেলসহ দুইটি পাঁচ লিটারের সরিষার তেলের বোতল।
এছাড়াও তার কাছ থেকে নিবন্ধন ও কাগজপত্রহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই মোটরসাইকেলে বিষয়ে রিয়াদ হোসেন সদুত্তর দিতে পারেনি। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানান, রিয়াদ হোসেন এলাকার চিহিৃত চোর। তাকে আটকের ঘটনায় কিছুদিনের জন্য এলাকার মানুষের মাঝে স্বস্তি নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, রিয়াদ হোসেন এলাকার চিহিৃত চোর হিসেবে পরিচিত। তাকে সন্ধিগ্ধ আসামী হিসেবে আটক এবং তার স্বীকারোক্তি অনুযায়ী চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।