হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি বের করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা চত্ত্বর থেকে থেকে এ র্যালি বের করা হয়। এসময় আনন্দ র্যালিটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ র্যালিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান সরকারি কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে গত ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) মাসব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, যুব সমাবেশ, পরিস্কার পরিবেশ ও পরিচ্ছন্ন খেলার মাঠ, মশক নিধন ও জলাশয় পরিচ্ছন্ন কার্যক্রম, পলিথিন বর্জন করে পাটজাত পন্যের ব্যবহার বৃদ্ধিকল্পে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও যুব উদ্যোক্তাদের পন্য প্রদর্শনীর সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়।
এছাড়াও প্লাস্টিক প্রণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, জুলাই-আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারী যুবদের মধ্যে থেকে ডেক্রোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান, কিশোরী-কিশোরীদের পুষ্টি বিষযক সচেতনতা কার্যক্রম ও নিউট্রিশন অলিম্পিয়াড আয়োজন, তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের আয়োজন, পিঠা উৎসব, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সচেতনতামূলক ফটোরিলিজ, তারুণ্যের উৎসব সম্পর্কিত আলোচনা ও অনুষ্ঠান সরাসরি সম্প্রচারসহ বেশ কিছু কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।