হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকালে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন সরকার নোমান।
বিএনপি নেতা মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন, সাবেক ইউপি সদস্য মিলন হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির।
আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলামিন দিনু, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গণি। পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, ইমাম হোসন বুলু।
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল গফুর পাটওয়ারী বকুলের উপস্থাপনায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হলেন, মো. জিল্লুর রহমান মিয়াজী রাজু, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন মনু হাজী, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন লিটন।
ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সম্পাদক নুরুল আমিন ফরাজীর উপস্থাপনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে নবগঠিত নেতৃবৃন্দকে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন অতিথিবৃন্দ। এবং গত ১৭ বছর বিএনপির প্রত্যক্ষ রাজনীতির সাতে জড়িতদের কমিটিতে রাখার কথা বলা হয়।
এ সময় ইউপি সদস্য আতিকুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল বেপারী, আব্দুল মতিন ও মাসুদ আলম, দপ্তর সম্পাদক ওসমান ও ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি সুমন পোদ্দারসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।