শিরোনাম:
চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ১০ জন চাঁদপুরে ধর্ষণে অভিযুক্ত আসামীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি কচুয়ায় মাসনিগাছা উবিতে ৫ অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী : সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে যাক প্রিয় চাঁদপুর শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি বিমান বন্দরে আটক যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মতলবের দুই কারবারি গ্রেপ্তার চাঁদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা কেশরাঙ্গা সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কচুয়ায় প্রশাসনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা কচুয়ায় চাঁদাবাজির ভিডিও ভাইরাল হওয়া সেই ইব্রাহিমের সংবাদ সম্মেলন

নির্বাচিত সরকার ছাড়া দেশের অবস্থার উন্নতি হবে না : বরকতউল্লাহ বুলু

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, দীর্ঘ ১৭ বছর নানা জেল, জুলুম, অন্যায় নিপিড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। ৬৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ২ হাজার গুম হয়েছে। হাজার হাজর মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের কার্যক্রমের অংশ হিসেবে দলকে সুসংগঠিত করতে জেলা বিএনপির ১৫ ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আইনশৃঙ্খলা চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এই দেশের অবস্থার উন্নতি হবে না। তারেক রহমানের ৩১ দফার বাইরে এই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমর্তি হয়ে যায়।

বিএনপির এই নেতা বলেন, কিছু রাজনৈতিক দল বিএনপির কী কী ভুল রয়েছে তানিয়ে মিথ্যা প্রচারনায় ব্যস্ত রয়েছে। দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা নেই। জেলা বিএনপির ১৫ ইউনিটের বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করা হবে। এ ব্যাপারে আপনাদের মতামত নেয়া হবে। নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নেয়ার জন্য তিনি নেতাদের প্রতি আহবান জানান।

সভায় বিভিন্ন ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনঃগঠন, জাতীয় নির্বাচন ও দলকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করতে মতবিনিময় করা হয়।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিমের সঞ্চালনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপি শীর্ষ নেতা, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭