বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ করেছেন ফরিদগঞ্জ বিএনপি পরিবার খেতো, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী ২০২৫) বিকেলে উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের গাজীপুর বাজার, কড়ৈতলী চৌরাস্তা, কড়ৈতলী বাজার, আনন্দ বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে তার সঙ্গে ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, ফরিদগঞ্জ উপজেলার যুব শ্রেণীর কাছে যুবরাজ খ্যাত আবদুল মতিন।
লিফলেট বিতরণ কালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটোয়ারী বলেন “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের রূপরেখা হবে একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ। ভারতে পতিত স্বৈরাচারী ও সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশ প্রেমিক ছাত্র-জনতাকে থেমে গেলে চলবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। কারণ ফ্যাসিবাদরা এবং তাদের দোসররা গাফটি মেরে বসে আছে সুযোগের অপেক্ষায়। সুযোগ পেলেই তারা গর্ত থেকে বের হয়ে আসবে। অতএব সকল দেশ প্রেমিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
লিফলেট বিতরণ কালে আরো উপস্থিত ছিলন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, তানভীর আহমদ নকিব, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক হোসেন পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমরান হোসেন স্বপন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সুমন, মো. পারভেজ হোসেন, ফরিদগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাফিকুল ইসলাম, ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন, সদস্য সচিব আনোয়ার, ১২নং ইউনিয়ন যুবদলের আহবায়ক আরিফ হোসেন, সদস্য সচিব মাহফুজুর রহমান, ১৬নং ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিব, সদস্য সচিব মাহির, ১১নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হেলাল পন্ডিত, ৯নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সুমন, নারী নেত্রী শারমিন করিম প্রমুখ।