শিরোনাম:
কচুয়ায় বিউটিশিয়ানকে তুলে নিয়ে শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ধর্ষণ, যুবক গ্রেপ্তার কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কচুয়ায় বিষপানে ৩ সন্তানের জননীর আত্মহত্যা হাজীগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেটে চ্যাম্পিয়ন হাটিলা পশ্চিম ও ভলিবলে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বড়কুল পূর্ব ইউনিয়নের আইডিয়াল ক্লাব ও পাঠাগারের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ আ‘লীগ নেতার বাড়ীতে গোপন বৈঠক, গ্রে ফ তা র ৮ হাজীগঞ্জে ফুটবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন পৌরসভা, ব্যাডমিন্টনে কালচোঁ উত্তর ইউনিয়ন আগামী সাত দিনের মধ্যে সকল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হাজীগঞ্জে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে শপথ নিয়ে প্রথম ভাষণে বললেন ট্রাম্প

মাছ ব্যবসায়ীর উপর হামলা, টাকা ছিনতাই করার অভিযোগে ২ সমন্বয়কের বিরুদ্ধে মামলা

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
আহত মাছ ব্যবসায়ী।

মাছ ব্যবসায়ীকে মারধর করে ছয় লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ২ সমন্বয়কের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবারের (১৬ জানুয়ারি) এই ঘটনায় দুই ছাত্র সমন্বয়কসহ চার জনের বিরুদ্ধে শুক্রবার থানায় মামলা করেছেন ওই মাছ ব্যবসায়ী।

জামালপুরের মাদারগঞ্জে মোড়ে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ থানা মোড় এলাকায় মৎস্য আড়তে মাছের ব্যবসা করেন উপজেলার বালিজুড়ী এলাকার ইউসুফ আলীর ছেলে জান্নাতুল ফেরদৌস (২৯)। প্রতিদিনের মতো বৃহস্পতিবার মাছের আড়তের হিসাব নিকাশ শেষ করে নগদ টাকা নিয়ে দুপুরের পর বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে এক ফাঁকা জায়গায় পৌঁছালে আগে থেকে ওতপেতে থাকা উপজেলার বাকুরচর গ্রামের হাইদর আলীর ছেলে আনন্দ (২৭), নজরুল ইসলামের ছেলে বিজয় (২৬), ভান্ডারীর ছেলে মনির (২২) ও একই এলাকার রুমন মিয়াসহ (২৫) আরও ৭ থেকে ৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌসকে গুরুতর আহত করে।

এ সময় তার শপিং ব্যাগে থাকা ৪ লাখ ২০ হাজার ও প্যান্টের পকেটে রাখা ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় শুক্রবার দুপুরে ওই চার জনের নামে ও অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জন হামলাকারীর বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন মাছ ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস।

ওই ব্যবসায়ীর অভিযোগ, বিজয় ও রুমন ছাত্র সমন্বয়কারী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে। তাদের নেতৃত্বেই আমার ওপর হামলা করে টাকা ছিনতাই করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভ জানান, বিজয় ও রুমন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের অনেক অবদান রয়েছে। প্রতিপক্ষরা ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রকাশ করছি।

মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন জানান, এই ঘটনায় জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে থানায় মামলা করেছেন। শুনেছি দুই আসামি ছাত্র সমন্বয়ক, তবে তারা সমন্বয়ক কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১