শিরোনাম:
বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বেতন না পোষালে অন্য পেশায় চলে যান-প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে উপদেষ্টা বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ ফেলে ৩১ দফার ভিত্তিতে দেশ গড়বে-মোতাহার হোসেন পাটওয়ারী গভীর রাতে কম্বল নিয়ে অসহায় শিক্ষার্থীদের পাশে কচুয়ার ইউএনও হেলাল চৌধুরী ৫ দিন পর ঝঁলসে যাওয়া কচুয়ার সেই স্কুল শিক্ষার্থী মৃত্যু ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে বড়কুল রামকানাই উবি’র সভাপতি রিফাত জাহান, অভিভাবক সদস্য হাসান মাহমুদ নরসংদীতে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ নিহত ৩ শাহরাস্তিতে তারুণ্যের ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় ১৫ কেজি গাঁজা,মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ইয়াছিন গ্রেফতার

শিল্প সাহিত্যে এবং সাংগঠনিক কর্মকান্ডে ফরিদগঞ্জ বেশ সমৃদ্ধ-লায়ন ফখরুল আহমেদ ফয়সাল

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

ফরিদগঞ্জ প্রতিনিধি :
খুনজুড়ি শিল্প একাডেমি ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সহযোগী সংগঠন। সংগঠনটি চিত্রাংকন, গান, আবৃত্তি শেখানোর কাজ করে। শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রথাগত নিয়মে শিখন ফলের ওপর পরিক্ষাও নেয় সংগঠনটি। তারই ধারাবাহিকতায় অর্ধ বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধা তালিকায় শীর্ষে থাকাদের মধ্যে পুরস্কার প্রদান করলো খুনজুড়ি শিল্প একাডেমি।

শনিবার (২৫ জানুয়ারী ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে লেখক ফোরাম’র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় খুনজুড়ি শিল্প একাডেমির পরিচালক রাবেয়া আক্তার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকবুল স্মৃতি সংসদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক লায়ন ফখরুল আহমেদ ফয়সাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“ফরিদগঞ্জে জনকল্যাণ মূলক অনেক সংগঠন কাজ করছে। আমি ধীরে ধীরে এসব সংগঠনকে নিয়ে কাজ করবো। ফরিদগঞ্জের সন্তানরা এসব সংগঠনের কারনে একদিন দেশ জয় করবে। বিশ্বজয় তাদের দ্বারাই সম্ভব। ফরিদগঞ্জে সাহিত্য সংগঠন লেখক ফোরাম দীর্ঘ সময় ধরে কাজ করছে, আমি অভিভূত, আমি গর্বিত। আমি ঢাকা লেখক ফোরামের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, সেখানে আমার প্রকাশিত বই নিয়ে আলোচনা হয়েছে। শিল্প সাহিত্যে এবং সাংগঠনিক কর্মকান্ডে ফরিদগঞ্জ বেশ সমৃদ্ধ। এই সমৃদ্ধকে আরো শানিত করতে আমি আছি তাদের পাশে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফতাব উল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মোবারক হোসেন, লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মহিউদ্দিন, মাসিক ফরিদগঞ্জ বার্তার সম্পাদক বিল্লাল হোসেন সাগর, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত জেলার শ্রেষ্ঠ শিক্ষক নাছির উদ্দিন খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আবদুল্লাহ আনাস। গীতা পাঠ করেন স্নেহা দেবনাথ। ক্লাস সেরা মেধাবীদের পুরস্কারের পাশাপাশি জেলা এবং উপজেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন কারীদেরও পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১