ঢাকা 4:41 am, Saturday, 19 July 2025

চাঁদপুরে পিকআপ ভ্যান চাপায় বাইকার নিহত

  • Reporter Name
  • Update Time : 09:54:55 pm, Friday, 31 January 2025
  • 13 Time View

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে বালু বহনকারী পিকআপ ভ্যান চাপায় নুরুল ইসলাম নুরু ভুঁইয়া (৪৫) নামে বাইকার নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের চৌরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরু ভুঁইয়া ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গুপ্টি ইউনিয়নের ষোলদানা গ্রামের আজিম ভুঁইয়া বাড়ির আবুল বাশার ভুঁইয়ার ছেলে।

চৌরাস্তা বাজারের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ঘটনার সময় দ্রুতগামী পিকআপ ভ্যানটি চৌরাস্তা থেকে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা মটর বাইক আরোহী চাপা পড়েন এবং ঘটনাস্থলই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যায়।

নিহত ব্যাক্তির আত্মীয় ইব্রাহিম খলিল বলেন, সকালে তিনি বাড়ি থেকে ডাক্তার দেখাতে চাঁদপুর শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাগাদী চৌরাস্তা এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন এবং নিহতের মরদেহ শনাক্ত করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, বালু বহনকারী পিকআপ ভ্যান মোটর সাইকেলআরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল করে। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান জব্দ ও চালককে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে। এই ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে যায়, মনে হয় বাবা ডাকছে-হাজীগঞ্জের শহীদ আবুল কালামের মেয়ে

চাঁদপুরে পিকআপ ভ্যান চাপায় বাইকার নিহত

Update Time : 09:54:55 pm, Friday, 31 January 2025

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে বালু বহনকারী পিকআপ ভ্যান চাপায় নুরুল ইসলাম নুরু ভুঁইয়া (৪৫) নামে বাইকার নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের চৌরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরু ভুঁইয়া ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গুপ্টি ইউনিয়নের ষোলদানা গ্রামের আজিম ভুঁইয়া বাড়ির আবুল বাশার ভুঁইয়ার ছেলে।

চৌরাস্তা বাজারের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ঘটনার সময় দ্রুতগামী পিকআপ ভ্যানটি চৌরাস্তা থেকে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা মটর বাইক আরোহী চাপা পড়েন এবং ঘটনাস্থলই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যায়।

নিহত ব্যাক্তির আত্মীয় ইব্রাহিম খলিল বলেন, সকালে তিনি বাড়ি থেকে ডাক্তার দেখাতে চাঁদপুর শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাগাদী চৌরাস্তা এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন এবং নিহতের মরদেহ শনাক্ত করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, বালু বহনকারী পিকআপ ভ্যান মোটর সাইকেলআরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল করে। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান জব্দ ও চালককে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে। এই ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।