ঢাকা 3:34 pm, Monday, 1 September 2025

ফরিদগঞ্জে ‘লৌহ গড় মঠ’ পরিদর্শ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল

  • Reporter Name
  • Update Time : 09:04:50 am, Saturday, 1 February 2025
  • 34 Time View

প্রতিনিধির পাঠানো ছবি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য কলা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল যাত্রা উপজেলার আদি নির্দশন ‘লৌহ গড় মঠ’ পরিদর্শন করেছেন। ‘লৌহ গড়’র ইতিহাস নিয়ে একটি নাটক মঞ্চত্ব হবে ফরিদগঞ্জে। সে উপলক্ষে তাঁর ফরিদগঞ্জে আগমন।

শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) সকালে ‘লৌহ গড় মঠ’ পরিদর্শনকালে মোস্তফা কামাল যাত্রার সাথে ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দিন খান স্বপন প্রমুখ।
আগামী ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার গ্রাম থিয়েটার ও ফরিদগঞ্জ লেখক ফোরাম’র যৌথ ব্যবস্থাপনায় ফরিদগঞ্জে ‘লৌহ গড়’ নামক নাটক মঞ্চত্ব হবে। নাটকটির নির্দেশনায় থাকবেন মোস্তফা কামাল যাত্রা। একই নাটক ২ ফেব্রুয়ারি চাঁদপুর তারুণ্য উৎসব মেলায় মঞ্চত্ব হবে।

‘লৌহ গড় মঠ’ পরিদর্শন কালে মোস্তফা কামাল যাত্রা বলেন, ফরিদগঞ্জের আদি কৃষ্টি কালচার চাঁদপুরের নতুন প্রজন্মকে জানানোর জন্য আমাদের এই প্রচেষ্টা। যে সমাজ শিল্প-সাহিত্য এবং সাংস্কৃতিতে যত সমৃদ্ধ সে সমাজ তত উন্নত। যে জাতি তার অতিত ভুলে যায় সে জেন তাকেই ভুলে যায়। কারণ অতিত হলো ভবিষ্যৎ গড়ার মূলমন্ত্র। প্রজন্মকে বলবো- তুমি তোমার অতিত জানো। অতিত সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারে। আর নিজ সাংস্কৃতি বুকে ধারণ কর। চাঁদপুর জেলার এই অঞ্চলটি একটা সময় বেশ সমৃদ্ধ ছিলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভিপি নূর ও দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনায় হাজীগঞ্জে দোয়া ও মিলাদ

ফরিদগঞ্জে ‘লৌহ গড় মঠ’ পরিদর্শ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল

Update Time : 09:04:50 am, Saturday, 1 February 2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য কলা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল যাত্রা উপজেলার আদি নির্দশন ‘লৌহ গড় মঠ’ পরিদর্শন করেছেন। ‘লৌহ গড়’র ইতিহাস নিয়ে একটি নাটক মঞ্চত্ব হবে ফরিদগঞ্জে। সে উপলক্ষে তাঁর ফরিদগঞ্জে আগমন।

শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) সকালে ‘লৌহ গড় মঠ’ পরিদর্শনকালে মোস্তফা কামাল যাত্রার সাথে ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দিন খান স্বপন প্রমুখ।
আগামী ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার গ্রাম থিয়েটার ও ফরিদগঞ্জ লেখক ফোরাম’র যৌথ ব্যবস্থাপনায় ফরিদগঞ্জে ‘লৌহ গড়’ নামক নাটক মঞ্চত্ব হবে। নাটকটির নির্দেশনায় থাকবেন মোস্তফা কামাল যাত্রা। একই নাটক ২ ফেব্রুয়ারি চাঁদপুর তারুণ্য উৎসব মেলায় মঞ্চত্ব হবে।

‘লৌহ গড় মঠ’ পরিদর্শন কালে মোস্তফা কামাল যাত্রা বলেন, ফরিদগঞ্জের আদি কৃষ্টি কালচার চাঁদপুরের নতুন প্রজন্মকে জানানোর জন্য আমাদের এই প্রচেষ্টা। যে সমাজ শিল্প-সাহিত্য এবং সাংস্কৃতিতে যত সমৃদ্ধ সে সমাজ তত উন্নত। যে জাতি তার অতিত ভুলে যায় সে জেন তাকেই ভুলে যায়। কারণ অতিত হলো ভবিষ্যৎ গড়ার মূলমন্ত্র। প্রজন্মকে বলবো- তুমি তোমার অতিত জানো। অতিত সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারে। আর নিজ সাংস্কৃতি বুকে ধারণ কর। চাঁদপুর জেলার এই অঞ্চলটি একটা সময় বেশ সমৃদ্ধ ছিলো।