কচুয়া উপজেলার ৩ নং বিতারা ইউনিয়নের বিতারা গ্রামে কাছাকাছি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান তেমন না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা ঝরে পড়া সম্ভাবনা দেখা দিলে স্থানীয় লোকজনের উদ্যোগে কোমলমতি শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠান করার জন্য পরিকল্পনা নেয়।
পরিকল্পনায় সূচনাপত্র শুরুতে সর্বপ্রথম নগদ এক লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
গত ২ ফেব্রুয়ারি ঢাকা গুলশানে নিজ বাসভবনে এক লক্ষ টাকার চেক প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মামুন মোল্লার হাতে তুলে দেন নাজমুন নাহার বেবী।
এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করেন। চেক গ্রহণ কালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক কবির হোসেন মোল্লা, শামছুল আলম মোল্লা, মতিন মোল্লা, উপজেলা বিএনপি নেতা জান্নাতুল আলম মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে।
ছবি: কচুয়ার বিতারা নতুন প্রাথমিক বিদ্যালয়ের সূচনাপত্র শুরুতে সর্বপ্রথম নগদ এক লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করছেন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য নাজমুন নাহার বেবী।