ফরিদগঞ্জ প্রতিনিধি :
‘আমাদের শিক্ষা ব্যবস্থার মান তলানীতে। প্রযুক্তি এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে যেখানে শিক্ষার মান বৃদ্ধি হওয়ার কথা, সেখানে তা তলানীতে নেমেছে। এর মূল কারণ শিক্ষা খাতে সীমাহিন দুর্নীতি। উন্নত বিশ্বে যেখানে মোট বাজেটের ১০ পার্সেন্ট থাকে শিক্ষা খাতে সেখানে আমাদের দেশে তা ২/৩ পার্সেন্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে মোট বাজেটের ৬ পার্সেন্ট থাকবে শিক্ষা খাতে। তাছাড়া বিগত ১৬ বছর স্বৈরাচারি শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ভংঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।’ উক্ত কথাগুলো বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোওয়ারী।
শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) সকালে ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মো.হাছান গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন, সিটি লাইব্রেরীর প্রোপাইটর মো.হাফিজুর রহমান। উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ আবুল কাশেম এবং রুবেল গাজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রিয়াজ উদ্দিন ফরিদী ও তসলিম মহরী এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মো. জাকির হোসেন। আলোচনা শেষে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা।