ফরিদগঞ্জ প্রতিনিধি :
উপজেলার শতাধিক পোল্ট্রি খামারিদের নিয়ে ‘নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ’ সেমিনারের আয়োজন করে। সেমিনারে নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড’র পণ্যের গুণগত মান ও ব্যবহারের উপকারিতা উপস্থাপনা করা হয়।
রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে সেমিনারের কার্যক্রম উদ্বোধন করেন উন্মোক্ত পোট্রি ফিডের স্বত্ত্বাধিকারী ও নিউ হোপ’র ডিলার মহিউদ্দিন’র পরিচালনায় কোম্পানীর প্রোডাক্ট পরিচিতির বিবরন তুলে ধরেন ডা. মুখর রায়।
সকাল ১১টায় শুরু হয়ে টানা ১টা পর্যন্ত চলে সেমিনারের কার্যক্রম। দুপুরের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।