ঢাকা 12:51 am, Friday, 18 July 2025

বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

  • Reporter Name
  • Update Time : 11:49:19 pm, Saturday, 22 March 2025
  • 18 Time View

আশিক খাঁ

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আশিক খাঁ (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অধ্যক্ষ ও নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২২ মার্চ) বিকেলে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহত আশিক মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটিতে নাম দেওয়া নিয়ে অভিযোগের ভিত্তিতে ঢাকা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক লোকমান মুন্সী ও সেকশন অফিসার আহাদ খানের নেতৃত্বে একটি তদন্ত দল বিদ্যালয়ে আসেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরীর উপস্থিতিতে তদন্তকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের অনুসারী চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক, অ্যাডভোকেট আলী হায়দার বাবলুর লোকজন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনের লোকজনের ওপর হামলা করে। তখন নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি রঞ্জন খাঁসহ উপস্থিত ব্যক্তিরা আটকানোর চেষ্টা করেন।

এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন ও নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি রঞ্জন খাঁসহ অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। তাৎক্ষণিক বিক্ষুব্ধ নেতাকর্মীরা আশিকের লাশ কাঁধে নিয়ে কটিয়াদী পৌর সদরে মিছিল করেন। এ সময় তারা হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।

অন্যদিকে আহতরা জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

কটিয়াদী থানার ওসি তরিকুল ইসলাম কালবেলাকে জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’র গ্রাফিতি

বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

Update Time : 11:49:19 pm, Saturday, 22 March 2025

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আশিক খাঁ (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অধ্যক্ষ ও নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২২ মার্চ) বিকেলে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহত আশিক মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটিতে নাম দেওয়া নিয়ে অভিযোগের ভিত্তিতে ঢাকা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক লোকমান মুন্সী ও সেকশন অফিসার আহাদ খানের নেতৃত্বে একটি তদন্ত দল বিদ্যালয়ে আসেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরীর উপস্থিতিতে তদন্তকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের অনুসারী চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক, অ্যাডভোকেট আলী হায়দার বাবলুর লোকজন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনের লোকজনের ওপর হামলা করে। তখন নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি রঞ্জন খাঁসহ উপস্থিত ব্যক্তিরা আটকানোর চেষ্টা করেন।

এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন ও নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি রঞ্জন খাঁসহ অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। তাৎক্ষণিক বিক্ষুব্ধ নেতাকর্মীরা আশিকের লাশ কাঁধে নিয়ে কটিয়াদী পৌর সদরে মিছিল করেন। এ সময় তারা হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।

অন্যদিকে আহতরা জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

কটিয়াদী থানার ওসি তরিকুল ইসলাম কালবেলাকে জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।