ফরিদগঞ্জে ওএমএসের ডিলার কালোবাজারির মাধ্যমে চাল মজুত করে বেশি মূল্যে চাল বিক্রির অভিযোগে যৌথবাহিনী মোঃ তোফায়েল আহম্মদ (৩৭) নামে একজন ওএমএস ডিলার এবং তার সহযোগি হিসেবে শরীফ মিজি (৩৬) ও মোঃ শাহাদাৎ হোসেন (৩৯)সহ মোট তিনজনকে আটক করেছে। এসময় ৫ বস্তা(২৫০ কেজি) ওএমএস চাল উদ্ধার করে যৌথ বাহিনী।
এব্যাপারে উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ ধারায় মামলা দায়ের করে।
জানা গেছে, ফরিদগঞ্জ থানাধীন সেনাক্যাম্পের সেনাবাহিনী ও থানা পুলিশসহ যৌথ বাহিনী একটি টিম গোপন সূত্রে সংবাদ পেয়ে ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা এলাকার শরীফ মিজির ঘর থেকে ৪ বস্তা ও মোঃ শাহাদাৎ হোসেনের ঘর থেকে ১ বস্তা ওএমএসের চাল উদ্ধার করে।
পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকার ওএমএসের ডিলার মোঃ তোফায়েল আহম্মদকে আটক করে। আটককৃত ডিলার তোফায়েল আহম্মদ ওএমএসের চাল বিক্রির নিয়ম না মেনে অধিক লাভের জন্য আটককৃত অপর দুইজনের কাছে অধিক মূল্যে ৫ বস্তা চাল বিক্রি করে।
এব্যাপারে উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ ধারায় মামলা (নং- ১১)দায়ের করে।
যৌথবাহিনীর হাতে আটক ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, আটককৃতদের মঙ্গলবার (১৩ মে ২০২৫) বিকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।