সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে নিয়ে সম্প্রতি রহিমানগর এলাকার অধিবাসী ওবায়েদ উল্লাহ ভূলন কর্তৃক অশালিন বক্তব্যের প্রতিবাদে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এহছানুল হক মিলন সমর্থিত বিএনপি ও সহযোগী সাংগঠনের নেতাকর্মীদের ব্যানারে এ প্রতিবাদ সভা বের করা হয়। রহিমানাগর ডিগ্রি কলেজ থেকে মিছিলটি বের হয়ে রহিমানাগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার আজিজ ভবনের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফারকী,ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ জাহান মজুমদার,উপজেলা যুব দলের সাধারন সম্পাদক হাবিব উন সুমন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক প্রার্থী দেলোয়ার হোসেন পাটওয়ারী,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাউছার হোসেন প্রমুখ।
এসময় বক্তব্যরা বলেন, রহিমানগর এলাকার অধিবাসী শীর্ষ সন্ত্রাসী,ভূমিদস্যু,চাঁদবাজ ওবায়েদ উল্লাহ ভূলন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও বার্তায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহসানুল হক মিলনকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেয়। শান্তি প্রিয় কচুয়াকে অশান্ত করার চেষ্টাকারী বিএনপি নামধারী নেতা ওবায়েদ উল্লাহ ভূলনকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলন কারীরা।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর পূর্বেও কচুয়ার রহমানগর বাজারে ব্যবসায়ীদের সাথে চাঁদাবাজি ও হুমকী-ধমকীর প্রতিবাদে তার বিরুদ্ধে অভিযোগ ছিলো। ওবায়েদউল্যাহ ভুলন স্থানীয়ভাবে বড় ভাই হিসেবে পরিচিত। তার একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। যারা রহিমানগর এলাকায় চাঁদাবাজি ও দখল দারির সাথে জড়িত। কয়েক দিন পূর্বে তাকে চাঁদাবাজির মামলায় আটক করেছিলো ডিবি পুলিশ।