মতলব দক্ষিণ উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অসুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এই চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন বলেন, সরকার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করে আসছে। অনুদানের অর্থ নির্দিষ্ট ব্যক্তির প্রাপ্তি নিশ্চিত করতে একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়। এখানে প্রতারণার কোন সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুদানপ্রাপ্ত ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের আশেপাশে যদি অনুদান প্রাপ্তির যোগ্যতা সম্পন্ন কোন লোক থাকে তবে তাদেরকেও তথ্য জানাবেন, যেন তারাও অনুদান পেতে পারে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী। এ সময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও অনুদান প্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চেক বিতরণ অনুষ্ঠানে ১২ জন ব্যক্তির প্রত্যেককেই ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।