মতলব দক্ষিণ উপজেলা পরিষদ সামনে মাদকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (২ জুলাই ) সকাল ১১টায় উপজেলার সকল মাদক ব্যবসায়ী, সেবনকারী ও গডফাদারদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মাদক বিরোধী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মতলব বাজারের ব্যবসায়ী বিল্লাল ফরাজীর সভাপতিত্বে ও যুব জামায়াতের নেতা ইদ্রিস আলী খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, ওসি সালেহ আহাম্মদ, বিএনপি নেতা মোজাম্মেল হক খোকন,সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস, প্রেসক্লাবের আহব্বায়ক আমির খসরু,বনিক সমিতির সহসভাপতি মজিবুর রহমান সরকার,অধ্যাপিকা আইনুন্নাহার কাদরী, নুরে আলম মিয়াজী, মাকসুদ আলম সোহাগ, আনসার আহমেদ, নাসির মিয়াজী, জানে আলম বাবু,জিসান আহমেদসহ অনেকে। উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন,ছাত্র জনতা।
বক্তারা বলেন, মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ীরা সীমানা ভাগাভাগি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের মাদক নামের এ অভিশাপ থেকে রক্ষা করতে আজ আমরা আন্দোলনে নেমেছি। মাদক কারবারি এবং সেবনকারীদের জন্য আজ আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক নির্মুল করতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত হয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, আমি আপনাদের এলাকায় সম্প্রতি যোগদান করেছি। ফোনে,হোয়াটসঅ্যাপে কিংবা ম্যাসেন্জারে যেকোন উপায়ে মাদক কারবারি ও সেবনকারীদের তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করুন,আপনাদের পরিচয় গোপন রাখা হবে।আমি অসুস্থ থাকলেও নিজে স্পটে যাব। জনগণের নিরাপত্তা ও সেবার জন্য সর্বদা প্রস্তুত। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক নির্মুলে প্রয়োজনে জীবন দিয়ে দিব। অপরাধীদের আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিব। ছাত্র ও যুব সমাজকে লেখাপড়া ও খেলাধুলায় আত্মনিবেশ হতে হবে।
মানববন্ধনে উপস্থিত বক্তৃতায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মেদ বলেন, মতলব দক্ষিণের আানাচে কানাচে শহরে গ্রামে গঞ্জে যেখানেই মাদক থাকবে সেখানেই আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যে অনেকজনকে গ্রেপ্তার করেছি। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। আপনারা সকলে আমাদের সহযোগিতা করুন। আমাদের সাথে যৌথ বাহিনীও মাঠে কাজ করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।