ঢাকা 12:46 am, Friday, 4 July 2025

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 05:04:28 pm, Thursday, 3 July 2025
  • 10 Time View

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা (২০) বয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে আলু বাজার নৌ-পুলিশ ফাঁড়ির বরাত দিয়ে এই তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল।

পুলিশ জানায়, ২ জুলাই সন্ধ্যায় একটি মোবাইল নম্বর থেকে আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়িতে সংবাদ আসে সদরের ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে মেঘনা নদীর তীরে একটি অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে আছে।

সংবাদের ভিত্তিতে আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়ির সাধারণ ডায়েরি অনুযায়ী ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক রাত ৮টার দিকে ঘটনাস্থল হতে স্থানীয় সাক্ষী ইশানবালা গ্রামের মৃত দুদু মিয়ার মেয়ে সাথী আক্তারের সহায়তায় মৃতদেহটি তীরে উত্তোলন করে প্রয়োজনীয় সুরতহাল কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে মৃতদেহটি একজন অজ্ঞাতনামা যুবতী নারীর। বয়স আনুমানিক ২০ বছর। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা ও মুখমণ্ডল গোলাকার। মৃতার পরনে কোনো পোশাক পাওয়া যায়নি। নাকে একটি স্বর্ণের নাকফুল রয়েছে। তবে কানে দুল ও হাতে কোনো গহনা পরিহিত ছিল না। মাথায় কালো রঙের লম্বা চুল রয়েছে। মাথা, কপাল, ঠোঁট, গলা, পিঠ, পেট, কোমর ও অন্যান্য অঙ্গ স্বাভাবিক দেখা গেছে।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল বলেন, মরদেহের পরিচয় শনাক্তকরণ ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে পিবিআই চাঁদপুর ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি আ’লীগ নেতা মিঠু কাজী ২ দিনের রিমান্ডে

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Update Time : 05:04:28 pm, Thursday, 3 July 2025

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা (২০) বয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে আলু বাজার নৌ-পুলিশ ফাঁড়ির বরাত দিয়ে এই তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল।

পুলিশ জানায়, ২ জুলাই সন্ধ্যায় একটি মোবাইল নম্বর থেকে আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়িতে সংবাদ আসে সদরের ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে মেঘনা নদীর তীরে একটি অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে আছে।

সংবাদের ভিত্তিতে আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়ির সাধারণ ডায়েরি অনুযায়ী ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক রাত ৮টার দিকে ঘটনাস্থল হতে স্থানীয় সাক্ষী ইশানবালা গ্রামের মৃত দুদু মিয়ার মেয়ে সাথী আক্তারের সহায়তায় মৃতদেহটি তীরে উত্তোলন করে প্রয়োজনীয় সুরতহাল কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে মৃতদেহটি একজন অজ্ঞাতনামা যুবতী নারীর। বয়স আনুমানিক ২০ বছর। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা ও মুখমণ্ডল গোলাকার। মৃতার পরনে কোনো পোশাক পাওয়া যায়নি। নাকে একটি স্বর্ণের নাকফুল রয়েছে। তবে কানে দুল ও হাতে কোনো গহনা পরিহিত ছিল না। মাথায় কালো রঙের লম্বা চুল রয়েছে। মাথা, কপাল, ঠোঁট, গলা, পিঠ, পেট, কোমর ও অন্যান্য অঙ্গ স্বাভাবিক দেখা গেছে।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল বলেন, মরদেহের পরিচয় শনাক্তকরণ ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে পিবিআই চাঁদপুর ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।