
মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় ফল মেলা উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফল মেলার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ চৈতন্য পালের সভাপতিত্বে প্রধান অতিথি আমজাদ হোসেন বলেন,জাতীয় ফল মেলা বাংলাদেশের একটি বার্ষিক উৎসব, যা সাধারণত ফলের মৌসুমকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। এই মেলায় বিভিন্ন ধরণের দেশি ফল প্রদর্শন করা হয় এবং ফল চাষকে উৎসাহিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাকির হোসেন,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বণিক, উপজেলা বিআরডিবি অফিসার আবুল হাসানাত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম.মুহসিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতাসিন হোসেন,পাট অফিসার মোঃ আক্রাম হোসেন প্রমুখ।
পরে কৃষকদের মাঝে ফলজাত গাছের চারা বিতরণ করা হয়।
