ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া’র সভাপতিত্বে, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মাহামুদুল হাসান’র সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান। উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন বাশির, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
অনুষ্ঠানে ৯৩ জনকে প্রতিজনকে ৫০,০০০ করে মোট ৪৬,৫০,০০০ টাকার চেক প্রদান করা হয়েছে। এর মধ্যে ক্যান্সার রোগী ৬৫ জন, কিডনি রোগী ১০ জন, জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগী ৭ জন, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগী ২ জন, স্ট্রোকে প্যারালাইজড এ আক্রান্ত ৯ জন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘প্রতিবছর দেশে প্রায় ৩ লক্ষ লোক ক্যান্সার, কিডনী, লিভার এবং স্টোকে মারা যায়। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা মারা যায়। তাই আমরা এ বিষয়ে সব চেয়ে বেশী নজর দিচ্ছি। যাতে করে সঠিক আবেদনের একটিও বাদ না যায়। সবার প্রতি অনুরোধ রইল আপনারা এই বিষয়টি বেশি করে প্রচার করবেন। যাতে করে যারা এ সেবা থেকে বঞ্চিত তারা যেন সেবা নিতে পারে। এই অনুষ্ঠান কোনো সুখকর অনুষ্ঠান নয়। অত্যন্ত বেদনার সাথে আমরা চেক দিচ্ছি, কারণ আমাদের কারোরেই কাম্য নয় এই সহযোগিতা নিক। আমরা সবাই সবার জন্য দোয়া করবো, যাতে করে কেউ এই রোগে আক্রান্ত না হই। ’