কচুয়ায় অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১০ অসহায় প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী,সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.নাহিদ ইসলাম,কচুয়া থানার ওসি তদন্ত জিয়াউল হকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হুইল চেয়ার বিতরণ কালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রতিবন্ধীদের জীবন-যাত্রার খোজঁ খবর নেন।