কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি কেটনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন ও শিক্ষার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা সভা করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষিবিদ মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাংলা বিষয়ের ইনস্ট্রাক্টর আনাছ আল জায়েদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ। আলোচন সভার আগে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সরকারি কেটনিক্যাল স্কুল ও কলেজের কারিগরি আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিকস,জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস,মেশিন অপারেশন বেসিকস,রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ল্যাব পরিদর্শন করেন।
এ সময় সরকারি কেটনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (পদার্থ) ছগীর আহমেদ, ইনস্ট্রাক্টর (গনিত) উম্মে হানি, ইনস্ট্রাক্টর (রসায়ন) কামরুল হাসান, ইনস্ট্রাক্টর (আরএসি) নুরুল হুদা, ইনস্ট্রাক্টর (ইংরেজী) শাহিন আলমসহ সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।