সদ্য প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে কচুয়া উপজেলার ৪২টি উচ্চ বিদ্যালয় থেকে ৯টি কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ১শত ৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ৪’শ ৩জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০০জন। শতকরা পাসের হার ৪৩.৯৮। একটি প্রতিষ্ঠান থেকেও শতভাগ উত্তীর্ণ হয়নি।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ফলাফলের শীর্ষে রয়েছে। এ বিদ্যালয় থেকে ১’শ ১৩জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাস করেছে ৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২জন। শতকরা পাসের হার ৮৭.৮৫।
এছাড়া ভোকেশনালে কারিগরি শাখায় ৪টি বিদ্যালয় থেকে ২শত ৬৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করে কৃতকার্য হয় ১৪৬জন। জিপিএ-৫ পেয়েছেন ১২জন। পাশের হার ৫৪.৮৮।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে উপজেলার ৩৬টি মাদ্রাসা থেকে ৩টি কেন্দ্রে ১ হাজার ৩’শ ৬৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। কৃতকার্য হয়েছে ৭’শ ২০জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২জন। শতকরা পাশের হার ৫২.৭৮। কোন মাদ্রাসা থেকে শতভাগ পাস করেনি। এসএসসি ও দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ে অভিভাবকরা হতাশ।