ঢাকা 1:44 pm, Wednesday, 23 July 2025

শাহরাস্তিতে নিষিদ্ধ ভেসাল জাল ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করলো প্রশাসন

প্রতিনিধির পাঠানো ছবি

শাহরাস্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভেসাল জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার দিকনির্দেশনায় (১০ ও১১ জুলাই) বৃহস্পতিবার ও শুক্রবার শাহরাস্তি উপজেলার বিভিন্ন খালের পানিপ্রবাহে বাধা সৃষ্টি এবং ছোট মাছ নিধনের জন্য ব্যবহৃত নিষিদ্ধ ভেসাল জাল ও চায়না দুয়ারী জাল সমূহ চিহ্নিত করে তা অপসারণের নির্দেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

অভিযানে খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি কারীদে উপর অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, শাহরাস্তি থানার এস আই মনির হোসাইন সহ সঙ্গীয় ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জব্দ করা জালগুলো বৃহস্পতিবার রাতে, শুক্রবার দিনে উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল রক্ষার লক্ষ্যে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্যই এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।

স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগে স্বাগত জানান। এবং সময়ো পযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে মাছের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ নিশ্চিত হবে এবং ভবিষ্যতে মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে মাদক’সহ ৩ কারবারি গ্রেপ্তার

শাহরাস্তিতে নিষিদ্ধ ভেসাল জাল ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করলো প্রশাসন

Update Time : 10:02:33 am, Saturday, 12 July 2025

শাহরাস্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভেসাল জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার দিকনির্দেশনায় (১০ ও১১ জুলাই) বৃহস্পতিবার ও শুক্রবার শাহরাস্তি উপজেলার বিভিন্ন খালের পানিপ্রবাহে বাধা সৃষ্টি এবং ছোট মাছ নিধনের জন্য ব্যবহৃত নিষিদ্ধ ভেসাল জাল ও চায়না দুয়ারী জাল সমূহ চিহ্নিত করে তা অপসারণের নির্দেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

অভিযানে খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি কারীদে উপর অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, শাহরাস্তি থানার এস আই মনির হোসাইন সহ সঙ্গীয় ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জব্দ করা জালগুলো বৃহস্পতিবার রাতে, শুক্রবার দিনে উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল রক্ষার লক্ষ্যে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্যই এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।

স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগে স্বাগত জানান। এবং সময়ো পযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে মাছের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ নিশ্চিত হবে এবং ভবিষ্যতে মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে।”