চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলার ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ নূরনবী নামের (৪) এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকালে ওই ইউনিয়নের সন্না গ্রামের মনগাজী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু নূরনবী কচুয়া উপজেলার তুলপাই গ্রামের ছায়েদ আলী হাজী বাড়ির ইমান হোসেনের ছেলে।
জানা গেছে, আজ সকালে মায়ের সাথে শিশু নূরনবী নানার বাড়িতে বেড়াতে এসেছিল। এসময় নানার বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখেন।
এসময় তাদের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে নূরনবীকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।
নিহতের মামা খোকা গাজী জানান, সন্ধ্যায় জানাজা শেষে তাকে আমাদের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ বিষয়ে বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, পানিতে ডুবে শিশু নূর নবীর মুত্যর বিষয়টি পারিবারিকভাবে আমি জানতে পেরেছি।