
হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুর-এর উদ্যোগে ‘ফল উৎসব ২০২৫’ আয়োজন করা হয়। শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় হাজীগঞ্জ প্রেসক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুব রেড ক্রিসেন্টের প্রথম যুব প্রধান অ্যাডভোকেট রোটারিয়ান আলেয়া বেগম লাকি, জেলা যুব রেড ক্রিসেন্টের উপদেষ্টা ওমর বিন ইউসুফ চৌধুরী, প্রান্ত কর্মকার, সাবেক ভারপ্রাপ্ত যুব প্রধান তাহমিনা আক্তার আনিশা, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম।

অনুষ্ঠানে বক্তারা হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের বিভিন্ন মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি রেড ক্রিসেন্টের বিশ্বব্যাপী কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুরের উপ-দলনেতা ১: মোহাম্মদ ইউসুফ, প্রশাসন ডিপার্টমেন্ট প্রধান আরফানূর জামান তাহসিন, উপ-প্রধান: রাহাদ জামান, স্বাস্থ্যসেবা ডিপার্টমেন্ট প্রধান সাদিয়া সুলতানা, উপ-প্রধান: নাসরিন আক্তার, আইসিটি ও মিডিয়া ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত প্রধান মাহমুদুল হাসান, উপ-প্রধান রায়হান মজুমদার সহ নাইম হোসেন, ইমন হোসেন, জোবায়েরা জাহান, নুসরাত জাহান, ফাহমিদা ইমাম মিথিলা, জাহিদুল হাসান, আব্দুল্লাহ আল মাহমুদ, মো. মহিন হোসেন, মো. রবিউল, মেহেরাব খান আরাফ প্রমুখ।