ষোল মাসের শিশু। সবে মাত্র আস্তে আস্তে হাঁটা শিখা শুরু করেছে। ভালো করে দাড়িয়ে হাঁটতেও পারে না। হঠাৎ মা বাবার বুক খালি করে মৃত্যুর কোলে ঢলে পড়লো শিশুটি।
২২ জুলাই (মঙ্গলবার) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পানিতে ডুবে ১৬ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রায়হান (১৬ মাস) উপজেলার মতলব পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোবারকদী গ্রামের গাজী বাড়ীর তৈয়ব আলী গাজীর ছোট ছেলে।
নিহত রায়হানের পিতা তৈয়ব আলী গাজী কান্নাজড়িত কন্ঠে বলেন, বাচ্চার মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার ছলে কখন যে রায়হান বাড়ীর পুকুরে চলে যায় কেউ বলতে পারেনি।হঠাৎ করে তার মা তাকে না দেখে খোঁজতে খোঁজতে দেখতে পায় পুকুরের পানিতে ভাসছে । ডাকচিৎকার দিলে বাড়ীর লোকজনের সহায়তায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, শিশু রায়হানের লাশ থানায় নিয়ে আসা হয়। কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।