কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন কাঁপিলাবাড়ি গ্রামের ফরহাদ হোসেন (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৯জুলাই) ভোররাতে ওই গ্রামের মুন্সিবাড়ি থেকে ফরহাদ হোসেন নিখোঁজ হয়। ফরহাদ হোসেন ওই গ্রামের খলিল মুন্সির ছেলে।
নিখোঁজ ফরহাদ হোসেনের বড় ভাই মোস্তফা জানান,আমার ভাই গত ১৯শে জুলাই শনিবার ভোর ৪টায় বসত ঘরের দরজা খুলে ঘর থেকে বের হয়, পরে আর ঘরে আসেনি। তার ব্যবহারিত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। গত ৪ দিন যাবত আমাদের সকল আত্মীয়-স্বজন ও তার বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করেও তার কোন সন্ধান পায়নি। তার গায়ের রং সাদা, প্রায় পাসপোর্ট উচ্চতা,তার সাথে ব্যবহারিত মোবাইল, মানিব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।
তিনি আরো জানান,ফরহাদ হোসেন মানসিকভাবে একটু সমস্যা রয়েছে। তার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করছি। যোগাযোগের নাম্বার বড় ভাই মোস্তফা ০১৯১২-৪৩৫৭৬৬,০১৯১৩-৬০৫০৫৫ ।