কওমী ছাত্র-জনতা মঞ্চের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে কওমী শিক্ষার্থীদের অবদান শীর্ষক একটি স্মারক চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন কে রবিবার (২৭ জুলাই)প্রদান করা হয়েছে।
উক্ত স্মারকে জুলাই অভ্যুত্থানে কওমী শিক্ষার্থীদের অবদান উল্লেখ করে কওমী মাদরাসার শিক্ষার্থীদের ভবিষ্যতে রাষ্ট্রীয় যে কোন কাজে অন্তর্ভুক্তির দাবি জানানো হয় এবং দেশ ও জাতী গঠনে রাষ্ট্রীয় সেবামূলক কাজে সুযোগ দানের বিনয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক দাবিগুলোর ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে কওমী ছাত্র-জনতা মঞ্চের পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীনকে একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মাওলানা নাজমুল হাসান, মাওলানা আহমদ আশরাফ, মাওলানা রায়হান আহমদ, মাওলানা জাহিদ বিল্লাহ এবং শায়খুল হিন্দ একাডেমি ও হাকিমুল উম্মত বালিকা মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদ হাসানসহ প্রমুখ।
জেলা প্রশাসক কওমী শিক্ষার্থীদের সকল বিষয়ে পাশে থাকার ও তাদের কথা সবসময় শুনার আশাবাদ ব্যক্ত করেন। কওমী মাদরাসার ছাত্র প্রতিনিধিগণও জেলা প্রশাসককে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের ডাকে এগিয়ে আসবেন বলে আশ্বস্ত করেন।