কচুয়ায় ২৬ জুলাই রহিমানাগর বাজারে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও দলীয় ব্যানার ও পোস্টার ছেড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.এহছানুল হক মিলনের সমর্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রহিমানাগর ডিগ্রি কলেজ গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে মধ্য বাজারে শাহ জালাল শপিং কমপ্লেক্সের সামনে সমাবেশ মিলিত হয়।
উপজেলা বিএনপির কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ সারফিন হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী,আমিনুল ইসলাম মালেক,উপজেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক মো.ইউসুফ মিয়াজী, যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব আলম মৃধা,রহিমানাগর বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হাজী কবির হোসেন,ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলম পাটওয়ারী,শাহ জাহান মজুমদার,উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত,সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার,সাধারন সম্পাদক হাবিবুন নবী সুমন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন,সাধারন সম্পাদক মাসুদ রানা, শ্রমিক দলের সাধারন সম্পাদক মো.মানিক হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সাধারন সম্পাদক স¤্রাট রইস উদ্দিন চৌধুরী,পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ,সাধারন সম্পাদক মহিন খানসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গত ২৬ জুলাই রহিমানাগর বাজারে সকাল ১০টায় পূর্ব ঘোষিত আমাদের মিছিলের কর্মসূচী দেওয়া হয়। শান্তিপূর্ন ভাবে আমাদের মিছিলটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়ে যায়। বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোশারফ হোসেন মিয়াজীর সমর্থিতরা বিকাল ৩টায় একই স্থানে মিছিলের কর্মসূচী দেয়। ওই মিছিলে সাবেক রাষ্ট্র্রপ্রতি শহীদ জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ও কচুয়ার সাবেক দুই বারের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলনের ছবি সম্বালিত ব্যানার,পোস্টার ও গেট ভাংচুর করে তারা। বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা মাহবুব আলমসহ দলীয় নেতাকর্মীরা প্রতিবাদ করতে গেলে তারা তাদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে এলোপাথারী ভাবে লাঠিসটা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এই হামলার ঘটনা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেফতার করে বিচার আওতায় আনার জন্য আইনশৃখলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবী জানাচ্ছি।
তারা আরো বলেন, বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা হামলাকারীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করলে, আমরা কঠোর আন্দোরনের কর্মসূচী ডাক দিবো।