কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের নবীনবরণ ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসহাক খানের সভাপতিত্বে ও আরবী বিভাগের সিনিয়র শিক্ষক মাওলানা শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন,আজকের এ নবীনবরণ অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্রী সহ সকলের প্রতি বিশেষ অনুরোধ তোমরা এখন থেকে সকল অনিয়ম পরিহার করে মনোযোগ সহকারে পড়াশুনা করবে।
এতে তোমাদের মাধ্যমে এ মাদ্রাসার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা যেন এ দেশর যোগ্য নাগরিক হিসেবে নিজকে গড়ে উঠেত পারো।
তিনি আরো বলেন, ‘এ মাদ্রাসাটি ফলাফলের দিক দিয়ে অনেকটা ভালো অবস্থানে থাকলেও প্রাতিষ্ঠানিকভাবে এখনো তেমন কোনো উন্নয়ন হয়নি। সকলে সমবেতভাবে চেষ্টাকরলে মাদ্রাসার দ্রুত উন্নয়ন সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাক্তার আব্দুল হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাই, মাদ্রাসার সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম বাচ্চু মাস্টার, সমাজসেবক মোঃ শাহজাহান প্রমুখ।
এ সময় মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।