কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে সাচার বাজারের তার নিজ বাসভবন থেকে কচুয়া থানার পুলিশ গ্রেপ্তার করে। মনির হোসেন সাচার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মনির হোসেনের বিরুদ্ধে ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে।
এই হামলার ঘটনায় গোবিন্দপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন। এছাড়াও সাচার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।