মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি,নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (২৯ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজি, দখলদারি,ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়াকে দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।