ঢাকা 11:42 pm, Tuesday, 5 August 2025

জুলাই শহীদদের রক্ত শুধু অতীত নয়, পথচলার অঙ্গীকার:জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে শহীদদের স্মরণে ৩১ জন শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার বড় রঘুনাথপুর এলাকার শহীদ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন:- ৫ জুলাইয়ের এই দিনটি ‘৩৬ জুলাই’ নামে ইতিহাসে স্থান করে নিয়েছে। এক বছর আগের এই সময়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, যারা স্বপ্ন দেখেছিলেন একটি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের। আজ আমরা তাদের সেই আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। জুলাই শহীদদের রক্ত কেবল অতীত স্মৃতি নয়, বরং আমাদের ভবিষ্যতের পথচলায় অঙ্গীকার। আমরা যেন তাদের রক্তের চেতনা হারিয়ে না ফেলি, সেই চেতনায়ই আগামী প্রজন্মকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, চাঁদপুরে মোট ৩১ জন শহীদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমাদের সাথে বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও এই শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়েছে। পুরো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যথাযথ মর্যাদায় এ দিবসটি পালন করছি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন (পিপিএম) বলেন আমি প্রথমেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। চাঁদপুর জেলায় আজ ৩১টি শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। একই সঙ্গে দিবসটি যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কবরস্থানে পুলিশি পাহারা রয়েছে।

পরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতে অংশ নেন নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা রেলওয়ে থানা, সদর উপজেলা প্রশাসন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা শিক্ষা অফিস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা বৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে জামায়াতের জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিবসে গণমিছিল ও সমাবেশ

জুলাই শহীদদের রক্ত শুধু অতীত নয়, পথচলার অঙ্গীকার:জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

Update Time : 08:51:59 pm, Tuesday, 5 August 2025

চাঁদপুরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে শহীদদের স্মরণে ৩১ জন শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার বড় রঘুনাথপুর এলাকার শহীদ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন:- ৫ জুলাইয়ের এই দিনটি ‘৩৬ জুলাই’ নামে ইতিহাসে স্থান করে নিয়েছে। এক বছর আগের এই সময়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, যারা স্বপ্ন দেখেছিলেন একটি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের। আজ আমরা তাদের সেই আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। জুলাই শহীদদের রক্ত কেবল অতীত স্মৃতি নয়, বরং আমাদের ভবিষ্যতের পথচলায় অঙ্গীকার। আমরা যেন তাদের রক্তের চেতনা হারিয়ে না ফেলি, সেই চেতনায়ই আগামী প্রজন্মকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, চাঁদপুরে মোট ৩১ জন শহীদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমাদের সাথে বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও এই শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়েছে। পুরো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যথাযথ মর্যাদায় এ দিবসটি পালন করছি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন (পিপিএম) বলেন আমি প্রথমেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। চাঁদপুর জেলায় আজ ৩১টি শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। একই সঙ্গে দিবসটি যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কবরস্থানে পুলিশি পাহারা রয়েছে।

পরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতে অংশ নেন নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা রেলওয়ে থানা, সদর উপজেলা প্রশাসন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা শিক্ষা অফিস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা বৃন্দ।