সদস্য ফরম নবায়ন এবং ঐতিহাসিক জুলাই আগস্ট ছাত্রজনতার বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড (বেরকী- নোয়াপাড়া) বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ষপূর্তি উদযাপন ও সদস্য ফরম নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৪ আগস্ট সোমবার বিকেলে বেরকী ফোরকানিয়া মাদ্রাসা মাঠে এইটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন চাঁদপুর ৫(শাহারাস্তি –হাজিগঞ্জ) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুব আলম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল সুমন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র মোঃ আব্দুস সাত্তার,সহ-সভাপতি অধ্যাপক রুহুল আমিন মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান, বিএনপি নেতা মোঃ গোলাম কিবরিয়া, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাহবুব আলম , রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী রৌশনারা, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি
কাজী মাওলানা মোঃ মফিজুর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।এছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁদপুর–৫(শাহরাস্তি –হাজিগঞ্জ) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের পুত্র হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল সুমনকে বিএনপি নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন