
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ শুক্কুর পাটোয়ারী বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল জুলাই গণঅভ্যুত্থান। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী ঘরবাড়ি ছেড়ে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল বলেই খুনি হাসিনার পতন হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত মতলব কমিউনিটি সেন্টারে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগের পতনে বিজয় র্যালী ও বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
এই সময়ে এম এ শুক্কুর পাটোয়ারী আরো বলেন, বিএনপি’র সদস্য নবায়ন তাদেরই জন্য যারা বিগত দিনে দলের সাথে ছিলেন এবং নতুনদের অন্তর্ভুক্তির জন্য। তবে কোন ফ্যাসিস্ট ব্যক্তিকে দলে অন্তর্ভুক্তি করা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিবে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাল্লাহ।
আলোচনায় সভায় জেলা বিএনপির সদস্য ভিপি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল মাওলা কচি ও পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাফেল মিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নায়েরগাঁও দক্ষিন ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান প্রধান, বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন প্রধান, মোঃ বজলুর রহমান, আলমগীর হোসেন রতন, আঃ মান্নান।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ, উপজেলা বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক আনোয়ার হোসেন ছৈয়াল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শরীফ উল্যাহ সরকার টিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল হোসেন, পৌর ছাত্রদল নেতা নবীর হোসেন বাবু, মোঃ ফরহাদ, নারায়নপুর কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলাম হিরা, নারায়ণপুর পৌর ছাত্রদল নেতা জাবেদ পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন শাহাদাত হোসেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।